Monday, September 26, 2016
Sunday, September 25, 2016
Saturday, September 24, 2016
Monday, September 5, 2016
Tuesday, August 23, 2016
Monday, August 22, 2016
Sunday, August 14, 2016
Thursday, July 21, 2016
Thursday, July 7, 2016
Thursday, March 31, 2016
Tuesday, January 26, 2016
Monday, January 25, 2016
Friday, January 15, 2016
Thursday, January 14, 2016
Wednesday, January 13, 2016
Monday, January 11, 2016
"'ভারতের সবাই নয় , অ সহিষ্ণু কেবল কয়েক জন ঃ তসলিমা
সংবাদ দাতা , নিউ দিল্লী
২০১৫ অ সহিষ্ণুতা নিয়ে বিতর্ক জুড়ে ছিল সারা বছর । অ সহিষ্ণুতা নিয়ে শারুখ খান, অমির খান রা । তবে তার সাথে সুরে সুর মিলিয়ে বলতে রাজি নয় তসলিমা । এটা তার পর্যবেক্ষণ । দিল্লী সাহিত্য উৎসবে যোগ দিতে রাজধানী এসেছেন এই নির্বাসিত লেখিকা সেখানে অ সহিষ্ণুতা এক বিতর্ক সভায় তসলিমা বলেন " ভারত অ সহিষ্ণু নয় । অ সহিষ্ণু দেশের কিছু মানুষ । সব দেশে সব সমাজেই এই রকম কয়েক জন মানুষ থাকে । এই দেশে কেবল হিন্দুদের ধর্মীয় গোঁড়ামি নিয়েই যত আলোচনা হচ্ছে । অ সহিষ্ণুতা বিতর্কে একই ভাবে নিশানা হওয়া উচিত মুসলিম ধর্ম অন্ধতা ,
২০১৫ অ সহিষ্ণুতা নিয়ে বিতর্ক জুড়ে ছিল সারা বছর । অ সহিষ্ণুতা নিয়ে শারুখ খান, অমির খান রা । তবে তার সাথে সুরে সুর মিলিয়ে বলতে রাজি নয় তসলিমা । এটা তার পর্যবেক্ষণ । দিল্লী সাহিত্য উৎসবে যোগ দিতে রাজধানী এসেছেন এই নির্বাসিত লেখিকা সেখানে অ সহিষ্ণুতা এক বিতর্ক সভায় তসলিমা বলেন " ভারত অ সহিষ্ণু নয় । অ সহিষ্ণু দেশের কিছু মানুষ । সব দেশে সব সমাজেই এই রকম কয়েক জন মানুষ থাকে । এই দেশে কেবল হিন্দুদের ধর্মীয় গোঁড়ামি নিয়েই যত আলোচনা হচ্ছে । অ সহিষ্ণুতা বিতর্কে একই ভাবে নিশানা হওয়া উচিত মুসলিম ধর্ম অন্ধতা ,
বিরুদ্ধ স্বর শুনলে কণ্ঠরোধ করার রোগ সারবে শুধু বাক স্বাধীনতা দিলে । তিনি বলেন " রামমোহন রায় যখন সতী দাহ প্রথা রদ করেন , অনেকে আঘাত পেয়েছেন ।নারী শিক্ষায় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর যখন ন্তুন আলো দেখালেন ,আপত্তি কম ওঠে নি । ধর্ম অন্ধদের গোঁড়ামি নিয়ে প্রশ্ন তুললে তারা আঘাত পাবে , এই ভেবে কি সকলে মুখ বন্ধ করে রাখবে না কি ?
এই বাক স্বাধীনতা নিয়ে তসলিমার লড়াই শুরু করে ছিলেন বহু বছর । লজ্জা উপন্যাস মুসলিম ধর্মীয় ভাবাবেগ আঘাত করেছে এই অভিযোগ তাকে তার নিজের দেশ বাংলা দেশ থেকে তাকে বিতারিত করা হয় । প্রান নাশ হুমকি নিয়ে মাথায় নিয়ে আর ধর্মীয় মৌল বাদি দের ফতোয়া মাথায় আজ দেশ হীন হয়ে পড়েছেন । ভারতে তার বই দ্বিখণ্ডিত কম বিতর্ক হয় নি । আইন শৃঙ্খলা র সমস্যা হতে পাড়ে এই যুক্তি দেখিয়ে ২০০৩ এ বইটি নিষিদ্ধ করা হয় । কলকাতা তার প্রিয় শহর থেকে তাঁকে বিতারিত করে ২০০৭ সালে বুদ্ধদেব ভট্টাচার্য ও তার বামপন্থী ফ্রন্ট সরকার । আমরা চাই তিনি এই বাংলায় স্থায়ী ভাবে বসবাস করুক । আজকে যারা অ সহিষ্ণুতা নিয়ে যারা চিৎকার করছে তাদের কাছে আমার আবেদন তসলিমা কে ফেরত চাই ।
Sunday, January 10, 2016
Sunday, January 3, 2016
Saturday, January 2, 2016
Subscribe to:
Posts (Atom)